খুলনার খবর// ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ প্রভাষক মশিউর রহমান (৫৩) নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে সদর উপজেলার গান্না বাজারে এ ঘটনা ঘটে। মশিউর রহমান গান্না বাজার ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও কোটচাঁদপুর উপজেলা জালালপুর গ্রামের মৃত সুরত আলী সরদারের ছেলে।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন মশিউর।গান্না বাজারে পৌঁছলে ডাকবাংলা থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মশিউর।
ঝিনাইদহ সদর থানার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, লাশ উদ্ধার করা হয়েছে।ঘাতক ট্রাকটি আটক করা হলেও হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে।
Leave a Reply