সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি// পেশাজীবী সামাজিক সংগঠন ‘ডুৃমুরিয়া ফাউন্ডেশন’এর উদ্যোগে আজ শুক্রবার(২৮ জানুয়ারী) রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও কাচারি বাড়ি আর,আর,জি,টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অহসায় শীতার্তা মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃবিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আঃরশীদ মোড়লের সম্মতিক্রমে কার্যক্রমের উদ্বোধন করেন ডুৃমুরিয়া ফাউন্ডেশন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দীন।
সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শামীম আহমেদ বাপ্পী ও সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু।
সভায় সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লিনিকের পরিচালক ডাঃ হরিদাশ মন্ডল। সভা পরিচালনা করেন অনিশ রন্জন বিশ্বাস।
অতিথি ছিলেন রঘুনাথপুর বাজার বনিক সমিতির সভাপতি এএম আমিনুর রহমান, মোঃতাপস হাসান, জাহিদুল ইসলাম লিপু, শচীন্দ্র নাথ বৈরাগী মোঃ ইছহাক বিশ্বাস, ডাঃ মোঃরবিউল ইসলাম,ডাঃ শংকর মল্লিক,বিবেশ্বর বৈরাগী, মোঃ মহসীন আলী মিলন,এস এম ফিরোজ আহমেদ, এস এম মাহাফুজ আহমেদ প্রমুখ।
Leave a Reply