এস.এম.শামীম দিঘলিয়া (খুলনা) // চুড়ান্ত পাওনা সহ যাবতীয় পাওনাদী পরিশোধের দাবিতে ২৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মহসেন জুট মিল গেটের সামনে অনশন কর্মসূচি পালন করে ছাটাইকৃত শ্রমিক ও বীর মুক্তিযোদ্ধা শ্রমিকগন । মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ইঞ্জিল কাজীর সভাপতিত্বে , বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন , শ্রমিক নেতা আমির মুন্সি, আইন উদ্দিন, আবু তালেব, আলাউদ্দিন, মোঃ হোসেন, পরিশোধের দাবিতে মহসেন
জুট মিল শ্রমিকদের অনশন কর্মসূচি পালন শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিকদের গ্রাইচুটি, পিএফওবায়দুর রহমান , মোঃ আবজাল , রবিন বাবু, বাবুল শেখ প্রমুখ।
অনশন কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, মহসেন জুট মিলের শ্রমিকদের দাবি আদায় পুরনে শান্তিপুর্ন কর্মসূচি পালন করে আসছি দির্ঘদিন, কিন্তু মিলমালিক কোন কর্নপাত করছে না।আগামীকাল ৩০ জানুয়ারী (রবিবার) এর ভিতর যদি শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কোন উদ্যোগ গ্রহন করা না হয় তাহলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।এ ব্যাপারে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান ও খুলনা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয় কর্মসূচি থেকে।
এছাড়া পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (রবিবার) সকাল ১০ টায় পুনরায় অনশন কর্মসূচি পালন করবেন শ্রমিকরা ।
বেলা ১ টার সময় বেসরকারী পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।
Leave a Reply