খুলনার খবর// কল রেকর্ড করার প্রয়োজন যে কোনও সময় হতে পারে।কিছু কিছু গুরুত্বপুর্ণ কথা যেটা রেকর্ড করা খুবই জরুরি।তাই WhatsApp নিয়ে এলো দারুন ফিচার।এখন থেকে আপনিও WhatsApp এর সকল কল রেকর্ড করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে।
১. অনেকেই কল রেকর্ডের জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন।বর্তমানে অনেক স্মার্টফোনেই কল রেকর্ডের সুবিধা রয়েছে।ফোনের সেটিং সেকশনে গিয়ে কল রেকর্ডিংয়ের অপশন পেয়ে যাবেন। যদি সবক’টি কল ম্যানুয়ালি রেকর্ড না করতে চান তাহলে অটো রেকর্ড অপশনে যাবেন।
২. যে সমস্ত ফোনে কল রেকর্ডের সুবিধা নেই তার উপভোক্তারা গুগল ফোন অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর উপরের তিনটি ‘ডটেড আইকন’ থেকে সেটিংয়ে গেলেই কল রেকর্ডের অপশন পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করে রাখবেন।
৩) কিউব এসিআর (Cube ACR) অ্যাপের মাধ্যমেও ফোন কল এবং হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। কাদের কল আপনি রেকর্ড করতে চান, কাদের কল রেকর্ড করতে চান না, তা এই অ্যাপে বেছে নিতে পারেন।
Leave a Reply