পরেশ দেবনাথ, কেশবপুর// যশোরের কেশবপুরে মুখে মাস্ক না পরে ঘোরাফেরা করায় ৭ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে ১ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসাট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি অমান্য করে শহরের কাঁচা বাজার সহ বিভিন্ন সড়কে ঘোরাফেরা করার সময় উপজেলার বজলুর রহমান সরফাবাদ, মনছুর রহমান, মির্জাপুর, পার্থ প্রতীম সেন, রামচন্দ্রপুর, মিলন মিত্র, কন্দর্পপুর, উজ্জ্বল অধিকারী, কেশবপুর, জাকির হোসেন, কলারোয়া, সাতক্ষীরা, প্রসনজিৎ মন্ডল, দোহাখুলা, ডুমুরিয়া, খুলনা -১০০/- টাকাসহ বাকি ৬ জনকে ২০০ টাকা করে মোট ১৩০০/- টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।