পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর)কেশবপুরে শনিবার স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যক্তিকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি অমান্য করাসহ মাস্ক ব্যবহার না করে শহরে ঘোরাফেরা করার সময় উপজেলার জাহানপুর গ্রামের ফিরোজ হাসান, হাড়িয়াঘোপ গ্রামের মামুন হোসেন, মাদারডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ, কেশবপুর শহরের শিপন দেবনাথ, পাশ্ববর্তী মণিরামপুরের আবুল কালাম, রোহিতা গ্রামের শামীম হাসান, ঝিকরগাছার মাটশিয়া গ্রামের মহিদুল ইসলাম ও খুলনার রূপসা এলাকার মো. নাইমকে ২শ’ টাকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের এই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply