প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া তদন্ত কেন্দ্রে আজ ৬ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১ টায় বিট অফিসার ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) অভিজিৎ সিংহ রায় এর সভাপতিত্বে ০৯ নং বিট পুলিশিং কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ০৬ নং বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মল্লিক শওকত হোসেন, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আশরাফুজ্জামান আজাদ, ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জীবন অধিকারী, ভাটপাড়া বাজার কমিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার, দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আমিনুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সভায় মাস্ক বিতরণ করার পাশাপাশি নাগরিক তথ্য ফরম বিতরণ ও সংগ্রহ করা হয় এবং এলাকার আইন শৃংখলা রক্ষার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এলকার মানুষের সার্বিক বিষয়ে পুলিশ তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু অভিজিৎ সিংহ রায়।
Leave a Reply