পরেশ দেবনাথ,কেশবপুর (যশোর)// কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ও হাসানপুর ইউনিয়নের দুঃস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্থদের মাঝে ২শত ২০টি কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকালে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুঃস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্থদের মাঝে ১শত ১০টি কম্বল বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা ছাএলীগের উজ্জল নক্ষত্র প্রিয় মোঃ মুন্নাফ হোসেন মুন্নাসহ নেতৃবৃন্দরা।
অপরদিকে হাসানপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামানের সভাপতিত্বে সোমবার সকালে দুঃস্থ, প্রতিবন্ধী ও অসহায় শীতার্থদের মাঝে মাঝে ১ শত ১০ টি কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply