এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা// দিঘলিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ২য় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
আজ ১৩ ই ফেব্রুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় শান্তি-শৃঙ্খলা ভাবে টিকাদান কর্মসূচি তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম , দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক মোঃ মঞ্জুরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার এ প্রতিবেদক কে জানান,২য় পর্যায় মাধ্যমিক শিক্ষা ছাত্র ছাত্রী দের প্রথম দিনে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় ও সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৫০০ শত ছাত্র ছাত্রীদের মাঝে ২য় ডোজ প্রদান করবেন এবং চলতি মাসেই পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ২য় ডোজ সম্পন্ন করা হবে।
Leave a Reply