আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা // নড়াইলে মাদক মামলায় অহিদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৫ সালে ১৩ অক্টোবর যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর এলাকার শরিফুল খানের স্ত্রী অহিদা বেগম টিয়া নড়াইল – যশোর সড়কের সিতারামপুর এলাকায় ১শ’ গ্রাম হেরোইনসহ আটক হন এবং এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দেন। রায়ের সময় আসামী অহিদা বেগম টিয়া আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর ৪ আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।
Leave a Reply