খুলনার খবর// বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের একদফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেন বেসরকারি শিক্ষকরা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দামুড়হুদা শাখার সভাপতি আব্দুল মোমিন, জীবননগর শাখার সভাপতি সাইদুর রহমান, আলমডাঙ্গার সাইদুর রহমান, চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস প্রমুখ।
Leave a Reply