খুলনার খবর// যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। তার নাম জহুরুল ইসলাম। সে পাবনার আতাইকুল থানার বামনডাঙা গ্রামের জালাল মন্ডলের ছেলে।জহুরুল পাবনার আতাইকুলা থানায় দায়ের করা হত্যা মামলার আসামি। তার বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে গত ৩০ নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জহুরুল গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ ব্যারাকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।খবর পেয়ে তাৎক্ষনিক কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, জহুরুল ইসলাম আতাইকুলা থানায় দায়ের করা হত্যা মামলার আসামি। তার বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে গত ৩০ নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
Leave a Reply