সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি// খুলনা ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে চুকনগর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা হলেন – ডুমুরিয়া উপজেলার আটলিয়া বিটের রোস্তমপুর গ্রামের ইবাদুল আলি সরদারের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন সরদার (৩২) ও নরনিয়া গ্রামের ইয়াকুব আলি মোড়লের ছেলে ইসরাফিল মোড়ল (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদ ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে চুকনগর এলাকা থেকে তাদের গ্রফকার করা হয়। এসময় তাদের কাছে লুকিয়ে রাখা ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
এ প্রসংগে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply