1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত আটক। মোঃ মনির খান স্টাফ রিপোর্টার। ০৮ ফেব্রুয়ারি ২০২৫ : আজ শনিবার (০৮-০২-২০২৫) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্য মোঃ হানিফ কে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজার মতো মাদক দ্রব্যাদি আটক করা হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এক পেয়ার ইউনিফর্ম (বরিশাল রেঞ্জের লোগো সম্মিলিত শার্ট ০২টি, বেল্ট ০১টি ও বুট একজোড়া), দেশীয় অস্ত্র,০১টি মোবাইল ফোন ও নগদ টাকা ২ লক্ষ ৫ শত মাত্র উদ্ধার করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী হানিফের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে “শেকড়ের সন্ধানের” স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থার ২৬ তম বর্ষপূর্তি দিঘলিয়া শ্রমিক দলের কর্মীসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে March for Justice কর্মসূচি পালন করেছে প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প    লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  লোহাগড়া সেটেলমেন্ট অফিসের হাসু মোহরি পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে জমি-সংক্রান্ত নানা প্রতারণা করে আসছেন  মেডিকেলে চান্স পেল নড়াইলের দরিদ্র পরিবারের মিমি আক্তার নড়াইলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় দুর্ধর্ষ মহিলা ডাকাত গ্রেফতার  খুলনায় কোন সহিংসতা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা এর দ্বায়ভার নেবে না দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনীতি পরিবর্তন এবং বাজার নিয়ন্ত্রণ প্রজেক্ট কয়রায় ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক লবণচরা থানাএলাকায় ১৬৫ বোতাল ফেন্সিডিল সহ আটক ৩ ১৬ বছরের দু:শাসন, সন্ত্রাস,চাঁদাবাজিতে ধ্বংস হয়ে গেছে রূপসা-ভৈরব তীরের চিরচেনা শিল্প নগরী কালিগঞ্জে গৃহিণীর শ্লীলতাহানির চেষ্টাকালে ছাত্রলীগের সাবেক সভাপতি আটক কে সি সি ২৪ নং ওয়ার্ড যুব অধিকার পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ যৌথ বাহিনীর অভিযানে নগরীর সোনাডাঙ্গা থেকে একটি অস্ত্র উদ্ধার

বিধিনিষেধ আসছে ফেসবুক,ইউটিউব ও ওটিটি প্লাটফর্মে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৬ বার শেয়ার হয়েছে

নিউজ ডেস্ক// সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ ওভার দ্য টপ (ওটিটি) মাধ্যমের জন্য নতুন নীতিমালা তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বিটিআরসি এ নীতিমালার খসড়া তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এতে বলা উল্লেখ করা হয়েছে,উচ্চ আদালত সংস্থাটিকে সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল মাধ্যম ও ওটিটি মাধ্যমের বিষয়ে একটি প্রবিধানের খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই খসড়াটি তৈরি করা হয়েছে।

নীতিমালার খসড়ায় যা আছে:
খসড়ায় নীতিমালার প্রস্তাবিত নাম হচ্ছে- ‘দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্মস’ (‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন-২০২১’)।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্লাটফর্মগুলোর জন্য খসড়ায় যেমন অনেক নিয়মের কথা প্রস্তাব করা হয়েছে, একই সঙ্গে এসব প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্যও রাখা হয়েছে অনেক নিয়ম।

১। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য বা খবর প্রচার বা পোস্ট করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

২। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হেয় করে মন্তব্য বা কটুক্তি করা যাবে না। কোনো ধর্মের অনুসারীদের আহত করে বা আঘাত দেয় এমন কোনো মন্তব্য বা বিষয় প্রচার করা যাবে না।

৩। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, এমন কিছু করা যাবে না।

৪। ফেইক অ্যাকাউন্ট বিটিআরসি’র নীতিমালার খসড়ায় অন্যের পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট বা ভুয়া অ্যাকাউন্ট বিষয়কেও অপরাধ হিসেবে প্রস্তাব করা হয়েছে।

৫। বাংলাদেশের সঙ্গে বন্ধু রাষ্ট্রগুলোর সম্পর্কের ক্ষতি করতে পারে- এ ধরনের মন্তব্য, খবর বা কন্টেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বা বিনোদন প্ল্যাটফর্মে প্রচার করা যাবে না।

৬। কেউ অন্য কারও নাম বা পরিচয় ব্যবহার করে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তৎপরতা চালালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

৭। কোনো ব্যক্তিকে সমাজে হেয় করবে এমন কোনো পোস্ট বা মন্তব্যও করা যাবে না। পোস্ট, কন্টেট বা মন্তব্য ব্লক করার প্রস্তাবও রয়েছে।

৮। এ ছাড়া নেটফ্লিক্স, হইচই, অ্যামাজন প্রাইমসহ বিনোদনের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে অশ্লীল ও অনৈতিক কোনো কন্টেন্ট প্রচার করা যাবে না বলেও নতুন নীতিমালার খসড়ায় বলা হচ্ছে।

উল্লিখিত বিষয়গুলোকে ‘কমন’ বা সাধারণ ইস্যু হিসেবে খসড়ায় দেখানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কেউ এসব পোস্ট বা প্রচার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।একই সঙ্গে এ বিষয়গুলোতে ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইনে বিনোদনের প্ল্যাটফর্মগুলোকেও সজাগ থাকতে হবে।

আর, যে বিষয়গুলো নিয়ে কোনো পোস্ট দেওয়া যাবে না বা কন্টেন্ট প্রচার করা যাবে না, সেগুলো অনলাইনে কোনো মাধ্যমে প্রচার করা হলে বিটিআরসি তা ব্লক করে দিতে পারবে।

খসড়ায় আরও বলা হয়েছে, নিষিদ্ধ কনটেন্ট ব্যবহারকারী মুছে ফেললেও, তদন্তের জন্য ১৮০ দিন সংরক্ষণ করতে হবে।সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোকে তিন জন কর্মকর্তা নিয়োগ দিতে হবে। তাঁরা বাংলাদেশে থাকবেন। ওয়েবসাইটে এবং ফোনের অ্যাপে অভিযোগ গ্রহণকারী কর্মকর্তার নাম এবং তাঁর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে। এ কর্মকর্তা ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ গ্রহণ করবেন। এবং ২০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করতে হবে।

এ ছাড়া আদালত ও বিটিআরসি নির্দেশ দিলে নির্দিষ্ট কনটেন্ট ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে হবে।

এর পাশাপাশি বাংলাদেশে বসবাসকারী একজন ‘কমপ্লায়েন্স অফিসার’ (প্রতিপালন কর্মকর্তা) নিয়োগ দিতে হবে। এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের জন্য একজন প্রতিনিধি থাকতে হবে।কেউ বিধি লঙ্ঘনকারী কোনো বার্তা আদান-প্রদান করলে আদালত ও বিটিআরসির নির্দেশ সাপেক্ষে সংশ্লিষ্ট বার্তা যিনি প্রথমে দিয়েছিলেন তাঁকে শনাক্ত করে দিতে হবে। এ ক্ষেত্রে প্রথম ব্যক্তি যদি দেশের বাইরে অবস্থান করেন, তাহলে দেশে যিনি অবস্থান করবেন, তিনি প্রথম বলে অভিযুক্ত হবেন।

বিটিআরসি নীতিমালার খসড়া সংস্থাটির ওয়েবসাইটে দিয়ে জনগণের মতামত চেয়েছে। আগামীকাল শুক্রবার ১৮ ফেব্রুয়ারির মধ্যে মতামত দিতে হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সাংবাদিক প্রতিনিধি, ওটিটি প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠান ও পক্ষের সঙ্গে আলোচনা করে বিটিআরসি মতামত নেবে এ মাসেই।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত আটক। মোঃ মনির খান স্টাফ রিপোর্টার। ০৮ ফেব্রুয়ারি ২০২৫ : আজ শনিবার (০৮-০২-২০২৫) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্য মোঃ হানিফ কে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজার মতো মাদক দ্রব্যাদি আটক করা হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এক পেয়ার ইউনিফর্ম (বরিশাল রেঞ্জের লোগো সম্মিলিত শার্ট ০২টি, বেল্ট ০১টি ও বুট একজোড়া), দেশীয় অস্ত্র,০১টি মোবাইল ফোন ও নগদ টাকা ২ লক্ষ ৫ শত মাত্র উদ্ধার করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী হানিফের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত আটক। মোঃ মনির খান স্টাফ রিপোর্টার। ০৮ ফেব্রুয়ারি ২০২৫ : আজ শনিবার (০৮-০২-২০২৫) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্য মোঃ হানিফ কে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজার মতো মাদক দ্রব্যাদি আটক করা হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এক পেয়ার ইউনিফর্ম (বরিশাল রেঞ্জের লোগো সম্মিলিত শার্ট ০২টি, বেল্ট ০১টি ও বুট একজোড়া), দেশীয় অস্ত্র,০১টি মোবাইল ফোন ও নগদ টাকা ২ লক্ষ ৫ শত মাত্র উদ্ধার করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী হানিফের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।