পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর)
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একদিনের ব্যবধানে দু’টি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে।কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে রোববার ও মঙ্গলবার দুইদিনে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির কালোমুখো হনুমান দুইটির মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, গাছে গাছে লাফালাফি করতে করতে কভার বিহীন বিদ্যুতের তারে স্পর্শ করলে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে উপজেলা বনকর্মকর্তারা মৃত হনুমান দু’টি উদ্ধার করে মাটিচাপা দিয়েছেন।
কেশবপুরের ভবঘুরে বিরল প্রজাতির কালোমুখী হনুমান বাঙালিদের কাছে নতুন করে পরিচয় করে দেবার মত কিছু নয়। বহুকাল ধরে এরা এই এলাকার বিভিন্ন গ্রামে বিচরণ করে থাকে। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে কেশবপুরের এসব হনুমানের কথা। আশ্রয়, খাদ্য সংকট, প্রতিকূল আবহাওয়া ও বৈরী পরিবেশের শিকার হয়ে বিলুপ্তির চরম শিখরে চলে এসেছে এরা। অথচ নিকট অতীতেও এই হনুমানগুলো বাংলাদেশের জীববৈচিত্রের প্রতীক হিসেবে বিবেচিত হতো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।