খুলনার খবর// মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা লোকমোর্চার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা নিশ্চিতকরণে এই সম্মেলন।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) মাগুরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
আব্দুর রউফ মাখনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।
স্বাগত বক্তব্য রাখেন লোকমোর্চা মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক অলোক বোস। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক আবু বক্কার সিদ্দিক, মাগুরা জেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু তালহা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যান্ড অ্যাডভোকেসি ফোকাল অনিরুদ্ধ রায়, আরিফুল ইসলাম, বিশ্বজিৎ চক্রবর্তী, ফজলুর রহমান লাবু ও রত্না রায় প্রমুখ।
সম্মেলনে লোকমোর্চার পক্ষ থেকে বিগত সময়ে জেলার ৩৬টি ইউনিয়নে পরিচালিত সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
Leave a Reply