সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি// লক্ষ্মীপুরের রামগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে আহত কাভার্ড ভ্যান শ্রমিক (হেলপার) মো. রবিন আটিয়ার (১৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকার শেখা হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল।
নিহত রবিন রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার আটিয়া বাড়ির ইয়াকুব আটিয়ার ছেলে।
পারিবারিক সুত্র জানায়,গত ১৮ ফেব্রুয়ারি জুমার নামাজের পর উপজেলার মাঝিরগাঁও নয়া মসজিদ স্থানে একটি কাভার্ড ভ্যান বৈদ্যুতিক খুটির তারের সঙ্গে আটকে যায়। রবিন ওই কাভার্ড ভ্যানের শ্রমিক। এতে তিনি একটি শুকনো কাঠ দিয়ে তার সরানোর চেষ্টা করে। কিন্তু বৈদ্যুতিক তার (৪৪০ ভোল্টেজ) হওয়ায় তাকে চুম্বকের মত টেনে নেই। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে ক্ষত হয়। পরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ পরে ঘটনার দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে ৪চার দিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাতে তিনি মারা যান। পৌর কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল বলেন, অসাবধানতাবশত রবিন বিদ্যুতের তার সরাতে যায়। এতে বিদ্যুতের সকট লেগে সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তার মৃত্যুটি হৃদয়বিদারক।
Leave a Reply