শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি// পাইকগাছায় আজ বৃহস্পতিবার (২৪ ফ্রেব্রুয়ারী) সকাল থেকে উপজেলা সদরের অফিসার্স ক্লাব চত্বরে হাজারো শিক্ষার্থীর ভীড়।সকলে করোনা টিকার ২য় ডোজ গ্রহন করছেন।
লস্কর করুলিয়া মাধ্যমিক বিদ্যালয,গজালিকা বালিকা বিদ্যালয,লক্মীখোলা কলেজিট স্কুল,খড়িয়া মাধ্যমিক ও বালিকা বিদ্যালয,আদর্শ্য মাধ্যমিক বিদ্যালয,সোলাদানা মাধ্যমিক বিদ্যালয,এসএম এ মাজেদ বালিকা বিদ্যালয,রাড়ুলী ভূবন মোহনী বালিকা বিদ্যালযের কয়েক হাজার শিক্ষার্থী শতস্ফুর্তভাবে এই টিকা কার্যক্রমে অংশগ্রহন করে।
এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীরা, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা, থানা পুলিশ, সংশ্লিষ্ট বিদ্যালযের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ও আনছার ভিডিপির সদস্যরা সাধ্যমত দায়িত্ব-কর্তব্য পালন করছেন।
Leave a Reply