নিউজ ডেস্ক// তিন ম্যাচ সিরিজের জয় ছিনিয়ে নিল বাংলার টাইগারেরা।আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ গতকাল দ্বিতীয় ম্যাচ জিতে ২-০ তে সিরিজ জিতে নেয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে যায় সফরকারী আফগানিস্তান।টানা দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের সঙ্গে আইসিসির ওয়ার্ল কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ডকে সরিয়ে। বাংলাদেশ ১৪ ম্যাচের ১০ ম্যাচ জিতে পেছনে ফেলেছে ইংল্যান্ডকে।১৫ ম্যাচের ৯ জয়ে এক নম্বরে ছিল ইংলিশরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানরা। শরিফুলের ওভারের প্রথম বলে সিঙ্গেল রান নিতে গেলে আফিফ হোসেনের থ্রোতে স্টাম্প ভাঙলে ১ রানে বিদায় নেন ওপেনার রিয়াজ হাসান।
চতুর্থ ওভারের পঞ্চম বলে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ৫ রান করে ক্যাচ দেন শরিফুলের বলে মুশফিকুর রহিমের হাতে। চার নম্বর ব্যাটার আজমাতউল্লাহ ওমরযাইকে ৯ রানে ফেরান সাকিব আল হাসান।
এরপর ওপেনার রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান মিলে প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের জিটি থেকে আসে ৮৯ রান। ফিফটি তুলে নেন রহমত। তবে ৫২ (৭১) রান করে বোল্ড হন তাসকিন আহমেদের বলে দলীয় ১২৩ রানের মাথায়।
নাজিবুল্লাহ জাদরান টানা দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করে ৫৪ (৬১) রান করে ক্যাচ দেন তাসকিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে। দলীয় ১৪০ রানের মাথায় রহমানউল্লাহ গুরবাজকে ৭ রানের মাথায় বোল্ড করেন সাকিব।বিপাকে পড়া দলটিকে মোহাম্মদ নবী ও রশিদ খান কিছুটা আশা দেখালেও নবীকে ৩২ (৪০) রানে ফিরিয়ে মেহেদী হাসান ভাঙেন ৩৩ রানের জুটি। রশিদ খানকে ২৯ রানে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। রশিদ-নবীর জুটি ভাঙার পর মুজিব উর রহমানকে মাহমুদউল্লাহ ও ফজল ফারুকিকে শূন্য রানে বোল্ড করে ফেরান আফিফ হোসেন। আফগানরা গুটিয়ে যায় ৪৫.১ ওভারে ২১৮ রানে।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। ১ উইকেট করে নেন মোস্তাফিজুর, শরিফুল, মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ ও আফিফ।তবে লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।