মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী মাসুদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত ।আজ রোববার দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মাসুদ শেখ নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোসলেম শেখের ছেলে।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারী আলোচিত মাদক ব্যবসায়ী মাসুদকে ৭৮ বোতল ফেনসিডিলসহ আটক করে জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুদকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
রায়ের ঘটনাটি নিশ্চিত করেছেন পিপি এ্যাড ইমদাদুল ইসলাম
Leave a Reply