খুলনার খবর// সিরিজ শুরুর আগে খানিক দ্বিধা-দ্বন্দ্ব ছিল কারো কারো মনে। রশিদ খান, মুজিবুর রহমান আর মোহাম্মদ নবির সাজানো আফগান স্পিন আক্রমণ সামলে টাইগাররা কতটা কী করতে পারবে? তা নিয়ে খানিকটা সংশয়ও ছিল।
গত ২৩ ফেব্রুয়ারী সকালের সেশনে আফগান ফাস্ট বোলার ফজল হক ফারুকির বিধ্বংসী স্পেলে টপ অর্ডার তাসের ঘরের মত ভেঙ্গে পড়লে সে শঙ্কা বেড়ে যায় বহুগুনে।মাত্র ৪৫ রানে ৬ উইকেট পতনের পর আফিফ হোসেন ধ্রুব আর মেহেদি হাসান মিরাজের ঠান্ডা মাথার জবাবে জয় পায় টাইগারেরা।এ দুই তরুণ সপ্তম উইকেটে ১৭৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে সে ধাক্কা সামলেও দেন।
এখন আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ কি পারবে হোয়াইট ওয়াশ করতে।মুলত দলের কাছে পুরো জাতির প্রত্যাশা একটাই, ৩-০‘তে আফগানদের ‘ধবলধোলাই’ বা ‘বাংলা ওয়াশ’ করা।
বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে
সরাসরি, বেলা ১১টায় গাজী টিভি ও টি স্পোর্টসে দেখতে পারবেন।এবং বাংলাদেশ বেতারেও শুনতে পারবেন।
Leave a Reply