খুলনার খবর// খুলনা মহানগরীর ডাকবাংলায় রহিমা কমপ্লেক্সের চতুর্থ তলায় একটি ইলিক্ট্রনিক্স পণ্যের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, নগরীর ডাকবাংলা মোড়ের শপিং কমপ্লেক্সের পাশে রহিমা কমপ্লেক্সের চতুর্থ তলায় খুলনা ইলিক্ট্রনিক্স নামে দোকানটিতে অনলাইন ভিত্তিক পণ্য বেচাকেনা হয়।
দুপুরের দিকে দোকানটির ভেতর থেকে ধোয়া বের হতে দেখলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। এতে ওই মার্কেটের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান জানান, দোকানের জানালার কাঁচ ভেঙে সেখান থেকে ভেতরে পানি দেওয়া হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়েছে।তবে কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
Leave a Reply