শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা,খুলনা প্রতিনিধি//দোকান পুড়ে ছাই হলেও পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে । ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছার আগড়ঘাটা বাজারে।
গতকাল রবিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট দূরর্ঘটনায় দু’টি দর্জি দোকানের মালামাল পুড়ে ছাই হলেও পবিত্র আল কোরআন অক্ষত অবস্থায় পাওয়া যায়। আগড়়ঘাটা বাজারের কয়েকজন ব্যাবসায়ী ও ইউপি মেম্বার বদরুল আলম জানান, রবিবার সন্ধ্যায় হালকা ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বৈদ্যুতিক তারের সমস্যা সৃষ্টি হয় বলে মনে হয়। এমতাবস্থায় গভীর রাতে বাজারে অবস্থিত পাশাপাশি অবস্থিত দু’টি দর্জি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে যায়।
আজ সোমবার সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা করার সময় পবিত্র কুরআন শরীফকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়ার ঘটনায় বাজারের ব্যাবসায়ীসহ স্থানীয় জনসাধারণ দেখতে ভিড় জমায়। এসময় ধর্মপ্রাণ মুসল্লীদের মুখে মুখে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হতে থাকে।
Leave a Reply