খুলনার খবর// খুলনার পাইকগাছার আগড়ঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে’র ঘটনায় দু’টি দোকান সম্পুর্ন ভষ্মিভূত হয়ে গেছে।
গতকাল রোববার আনুমানিক রাত ১১টার দিকে শেফা হোমিও হল এ্যান্ড গার্মেন্টস ও ফ্রেন্ড টেলার্স নামে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ভষ্মিভূত হয়ে যায়। এতে সর্বমোট প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয়রা জানান,গতকাল রোববার বিকেলে হটাৎ ঝড় বৃষ্টির কারণে বাজার প্রায় লোক শুন্য হয়ে যায়।এবং সকলে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। এরপর বিদ্যুৎ চলে গিয়ে আবার যখন আসে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে দু’টো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।এবং পুড়ে ছাই হয়ে যায়।যেহেতু বৈরী আবহাওয়ার কারনে কেউই বাজার এলাকায় ছিলোনা। তাই তাৎক্ষনিক কেউ আগুন নেভাতে পারেনি।পরবর্তীতে অগ্নিকান্ডের খবরে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক সুলতান গাজী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে তাদের ৭টি সেলাই মেশিন, বাই সাইকেল, সিট কাপড়, ঔষধ, বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান ও ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply