বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি// দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক আমার সংবাদ হাঁটি হাঁটি পা পা করে দশম বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে খুলনা বটিয়াঘাটা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
দৈনিক আমার সংবাদ পত্রিকা বটিয়াঘাটা প্রতিনিধি, বটিয়াঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ঝর্নাধারা উপকূলীয় সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি মহিদুল ইসলাম শাহীন নেতৃত্বে আজ বুধবার (৩ রা মার্চ) সকাল বেলা ১১ টায় বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,
এ সময় তিনি বলেন, সংবাদকর্মী একটি মহান পেশা। এই পেশায় নিজেদের সততা ও সম্মানের সাথে সচেতন হয়ে কাজ করতে হবে। সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় একটি সংবাদপত্র প্রতিষ্ঠিত হয়ে সামনের দিকে এগিয়ে যায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ ব্যুরো প্রধান মোঃ একরামুল কবির, সাবেক চেয়ারম্যান আঃ গফুর মোল্লা, বটিয়াঘাটা মৎস্যজীবী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, বটিয়াঘাটা প্রেসক্লাব সাবেক সভাপতি শেখ আঃ হামিদ, প্রেসক্লাব সহ সভাপতি রতন কুমার সাহা, সহ সভাপতি আজকের পত্রিকার প্রতিনিধি হিরামন মন্ডল সাগর, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, যুগ্ম সম্পাদক সম্পাদক ইমরান হোসেন সুমন, সহ সম্পাদক সোহরাব হোসেন মুন্সি, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক তোরান হোসেন রানা, অজিত কুমার রায়, আজাহারুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, ইয়াসিন রেজা, আছিয়া খাতুন ঝিনুক,
মানবাধিকার সংরক্ষণ কমিশন উপজেলার সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, ইউপি সদস্য কামরুল ইসলাম, ইউপি সদস্য কিংকর রায়, ইউপি সদস্য দুলাল মহালদার, বারোআড়িয়া বাজার কমিটির সভাপতি মিলন মল্লিক। আলোচনা সভা শেষে কেক কেটে আমার সংবাদ পত্রিকার প্রতিষ্টাবার্ষিকীর পালন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।