এস এম সাহেব আলী (শ্যামনগর) প্রতিনিধি// মুন্সীগঞ্জ ইউনিয়নের বার বার নির্বাচিত ৭নং ওয়ার্ডের ইউ. পি. সদস্য মোঃ আনারুল ইসলামের বিরুদ্ধে একটি কুচক্রী মহল হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসহায় মানুষকে ভয় দেখিয়ে তাদের বক্তব্য ভিডিও ধারন করে মিথ্যা সংবাদ প্রচারের। প্রতিবাদে আজ বুধবার (২রা মার্চ) বিকাল ৩টায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মইজুদ্দী মোড়ে হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের ইউ. পি. সদস্য জিয়াউর রহমান, শাহজাহান সিরাজ, ইমন কুমার সহ অনেকে।
আনারুল ইসলাম বলেন, যারা আমার কারণে ইয়াবা, গাঁজা, বড়ি বিক্রি করতে পারেনা, সুন্দরবনের অবৈধ কাঠ কাটতে পারে না, এলাকায় বিশৃঙ্খলা করতে পারেনা, যারা জেলে বাওয়ালিদের ভালোবাসে না তারা উঠে পড়ে লেগেছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের ছেলে রাসেল মাহমুদ যে ভিডিওটি প্রকাশ করেছেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অসহায় মানুষকে ভয় দেখিয়ে এবং তাদের বক্তব্য ভিডিও ধারন করে মিথ্যা সংবাদ প্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৮নং ওয়ার্ডের ইউ. পি. সদস্য আব্দুল জলিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।