প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি //এক প্রান্ত লাল, অন্য প্রান্ত সবুজ। কার্ড উঁচিয়ে লাল প্রদর্শন মানেই মাদক, যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতিকে নিঃশব্দে ‘না’ বলা।
নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে জীবনের ব্রত হিসেবে নিতে একইভাবে তুলে ধরতে হবে হাতের কার্ডের সবুজ অংশ। সবুজ মানেই শ্রেয়তর গুণাবলি।
ছোট কার্ডটি যেন ভালো-মন্দের সহজাত নিয়মকেই প্রতিনিধিত্ব করছে। কার্ডের মাধ্যমে এমন সচেতনতার বার্তাই গত ৮ বছর শিক্ষার্থীর মধ্যে পৌঁছে দিয়েছেন টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। গতকাল বুধবার (২ মার্চ) যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সংগঠনটির আয়োজনে এমন ভিন্ন কর্মসূচি পালিত হয়।
শুরুতেই লাল ও সবুজ কার্ড প্রদর্শন। তারপর শিক্ষার্থীরা নানান অপরাধমূলক কর্মকান্ড, আত্মহত্যা রোধ ও কিশোর গ্যাং নিয়ে উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে প্রশ্ন রাখেন, অতিথিরা তাদের সমস্যা সমাধানে প্রশ্নের উত্তর দেন। সকালে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, লাল সবুজ উন্নয়ন সংঘ নওয়াপাড়া উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার কবীর সজীব, সহ সভাপতি ওয়াফিয়া অর্পা প্রমুখ। অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম, অর্থসম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক মীম, সদস্য মাসুম, অথৈ প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ ও আত্মহত্যা রোধে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।