খুলনার খবর// নিউজিল্যান্ডের মাটিতে আগামীকাল শুক্রবার (৪ মার্চ) শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১২ তম আসর।
উদ্বোধনী দিনে বে ওভালে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি।
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের অংশগ্রহণকারী দলগুলো হলো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ের নয় ও দশ নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা।
এবারের টুর্নামেন্টও লিগভিত্তিক অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রত্যেকটি দলই সাতটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। এরপর আগামী ৩ এপ্রিল হ্যাগলে ওভালে ফাইনাল দিয়ে শেষ হবে ১২তম আসর।
Leave a Reply