দিঘলিয়া খুলনা প্রতিনিধি// দিঘলিয়া থানা পুলিশ সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল ৬ নং ওয়ার্ড থেকে শিশু অপহরণ ও নির্যাতনের অভিযোগে নাজিবুল বাসাত নজিতকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা শেখ জিন্নাত আলীর পুত্র নাজিবুল বাসাত নজিত (২০)। একই এলাকার আজিবর শেখের কন্যা মারুফা (১৫) এর সাথে তার দীর্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া চলছিল। তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে তারা দুই জনে প্রেমের টানে একে অপরের হাত ধরে ঘর ছেড়ে পালায়। পালিয়েও তাদের শেষ রক্ষা হয় নি। তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ায় মারুফার মা-বাবা। মারুফার মা দিঘলিয়া থানায় এসে তার মেয়েকে অপহরণের অভিযোগ দিলে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশনায় ওসি তদন্ত রিপন কুমার সরকারের ব্যবস্থাপনা ও সহযোগিতায় এসআই আজিজ মাহমুদ, এসআই সঞ্জিত সাহা, এএসআই শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চন্দনীমহল এলাকায় অভিযান চালিয়ে নাজিবুল বাসাত ও মারুফাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারুফার মা তাসলিমা বেগমের অভিযোগের ভিত্তিতে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শেখ জিন্নাত আলীর পুত্র নাজিবুল বাসাত নজিতকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ৮,তারিখ ০৩/০৩/২০২২ইং ধারা ৭/৩০
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।