শেখ মারুফ হোসেন,কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি// “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোট অধিকার“ এই শ্লোগানে সারাদেশের ন্যায় বাগেরহাটের কচুয়ায় ৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে।
গতকাল বুধবার (২ মার্চ) সকাল ১০.৩০ মিনিটে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে কচুয়া উপজেলা পরিষদ চত্তরে এর শুভ সুচনা করা হয়। উদ্বোধন শেষে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কচুয়া উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে জাতীয় ভোটর দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটির সভাপতি জীনাত মহল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি সদস্য সচিব হিমাংশু প্রকাশ বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।
Leave a Reply