প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া মহাশ্বশান সংলগ্ন এলাকায় এক কয়লা ভর্তি কার্গো জাহাজ ডুবে গেছে।
আজ ৫ ফেব্রুয়ারি শনিবার আনুমানিক বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। খবর শুনে ঘটনা স্থলে গিয়ে জানতে পারা যায়, কার্গো জাহাজের তলদেশ ছিদ্র হয়ে পানি ঢুকে আস্তে আস্তে জাহাজটি ডুবে যায়।
কার্গো জাহাজটি নওয়াপাড়ার আফিল গ্রুপের।ঘটনা স্থলে গিয়ে আরও জানতে পারা যায়, জাহাজে কয়েক লক্ষাধিক টাকার কয়লা ছিল নওয়াপাড়ার আফিল গ্রুপের।
আফিল গ্রুপের প্রতিনিধিদের সাথে কথা বলে জানতে পারা যায়, যথাশীঘ্রই কয়লা সহ জাহাজের উদ্ধার কাজ শুরু করা হবে।
Leave a Reply