সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি// ডুমুরিয়ায় স্কুল পড়ুয়া ছাত্র অসিত কুমার পাল (১৬) আত্নহত্যা করেছে। গত শনিবার দিবাগত রাতে নিজ শয়ন ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
সে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ছয় বাড়িয়া গ্রামের পুণ্য চরণ পালের ছেলে এবং ধামালিয়া ফাহরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, অসিত পালের পাশ্ববর্তী যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ এলাকায় একটি মেয়ের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি সম্প্রতি প্রেম প্রত্যাখান করার কারণে এ আত্নহত্যার ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে আজ (৬ মার্চ) রবিবার সকালে ডুমুরিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Leave a Reply