সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি// অজ্ঞান পার্টির কবলে পড়ে চুকনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এস এম নাজমুল ইসলাম (৫২) এর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৭মার্চ সোমবার) সন্ধ্যায় জানাযা নামাজ শেষে যশোর সদরের নিউ টাইন এলাকায় নিজ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
আজ সোমবার ৭ মার্চ সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চুকনগর ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নীতি নৈতিকতা, কর্তব্য ও দায়িত্ব পরায়ণে তিনি ছিলেন, একজন আদার্শ গুনী শিক্ষক। কলেজের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী, অভিভাবক সহ সকলের কাছে তিনি ছিলেন,সর্বজন নন্দিত প্রিয় ব্যাক্তিত্ব নাজমুল স্যার! কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার কলেজের কাজ শেষে দুপুর ১ টার দিকে চুকনগর একটি ব্যাংকের নিজ হিসাব থেকে ৭০হাজার টাকা উত্তোলন করেন। এরপর যোহরের নামাজ আদায় করে বেলা ২ টার দিকে বাসযোগে খুলনায় যাচ্ছিলেন।পথিমধ্যে যাওয়ার সময় অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন হয়ে পড়েন তিনি। এসময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় অজ্ঞান পার্টির সদস্যরা।
খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যু কালে ২ পুত্র,২ কন্য, স্ত্রী এবং সহপার্টী, ছাত্র ছাত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যু এবং শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানাতে যশোর সদরের মরহুমের নিজ বাড়িতে ছুটে যান কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ। তারা হলেন- অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, সহকারী অধ্যাপক তাপস বিশ্বাস, এনামুল হক, আনিচুর রহমান, জুলফিক্কার আলি, মোঃ সাঈদুর রহমান, হাফিজুর রহমান মাহমুদ, কল্যান হালদার, নিমাই মল্লিক,নিকুঞ্জ বিহারি মন্ডল, নারগিস হুসাইন,আবুল কালাম আজাদ, অশোক রায়,কবিতা বিশ্বাস,শেখ মনিরুল হক, রোকসনা খানম,জাহিদুর রহমান, অসীম ভট্টাচার্য,সেবাব্রত দাস,পরিমল পাল,অফিস সহকারী তাপস কুমারসহ কলেজ পরিবার। অপরদিকে বিবৃতি দিয়েছেন,কলেজের সাবেক ছাত্র ছাত্রী। তারা হলেন- নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ,প্রকৌশলী মশিয়ার রহমান, এম নুরুল ইসলাম, সাংবাদিক শেখ আব্দুস সালাম, প্রভাষক আব্দুর রাজ্জাক ফকির, মোস্তাফা জামান, ব্যাংকার জাহাঙ্গীর আলম,বিএম হাবিবুর রহমান হবি, শিক্ষক নাজমা খাতুন, শিউলি মাহমুদ, সৌসুমী সরদার, সরদার দিদার হোসেন,বিউটি খাতুন,সৈনিক শওকাত হোসেন,সুইটি আক্তার প্রমুখ।
Leave a Reply