মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর পুলিশ লাইন্সের নবনির্মিত ড্রিল সেডে আন্তর্জাতিক নারী দিবস -২০২২ উপলক্ষে আজ ৮ই মার্চ মঙ্গলবার যশোর জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। অনুষ্ঠানের শুরুতে যশোর জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান কুমকুম নাজমুন নাহার, পুলিশ পরিদর্শক (নির)ই নচার্জ, পুলিশ কন্ট্রোল রুম, যশোর ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে পুলিশ সুপার, যশোর বলেন, জাতির উন্নয়নের অগ্রযাত্রায় নারীর ভূমিকা অপরিসীম । পুরুষের পাশাপাশি নারী দেশের উন্নয়নে ভূমিকা রাখছে ।
তিনি নারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে পড়াশুনা করে আরো এগিয়ে যেতে হবে । দেশের যেকোন সমস্যা মোকাবেলায় তোমাদেরকে এগিয়ে আসতে হবে । নারী পুরুষে ভেদাভেদা না করে সকলে দেশের জন্য সমান ভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম (সেবা), পুলিশ সুপার, পিবিআই, যশোর ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের নারী পুলিশ সদস্যগণ ।উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব কুমকুম নাজমুন নাহার, পুলিশ পরিদর্শক (নির) ইনচার্জ, পুলিশ কন্ট্রোল রুম, যশোর ফোকাল পয়েন্ট কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।