খুলনার খবর // বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুড়ামনি আশ্রয়ণ প্রকল্পে নির্মানাধীন ৫৩টি ঘর পরিদর্শন করেছেন বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
গতকাল ৭ মার্চ সোমবার বিকাল সাড়ে ৪টায় তিনি হঠাৎ এই কাজ পরিদর্শন করতে আসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আব্দুর সাত্তার,খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানসহ আরো অনেকে।