প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি //টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই শ্লোগানে অভয়নগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সফল নারী ঝর্ণা রায়, নাসরিন আক্তার ডলি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
Leave a Reply