খুলনার খবর// কুষ্টিয়ার মিরপুরে মনা (২২) নামের এক কাপড় ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার কামিরহাট মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহত মনা মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কামারপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামিম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মনা নামে এক যুবক মেহেরপুর থেকে পোড়াদহ কাপড়ের হাটে যাওয়ার পথে কামিরহাট মাঠপাড়া এলাকায় স্টিয়ারিং গাড়ির উপর থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply