শরিফুল ইসলাম// দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দাবিতে খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
আজ বৃহঃপতিবার (১০ মার্চ) দুপুর ৩টায় খুলনায় বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এতে অংশ নেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরবসহ জ্যেষ্ঠ নেতারা।
বেলা ২টা থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করেছেন বিএনপির নেতাকর্মীরা।নগরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে করা হয়েছে সমাবেশের মঞ্চ। রাস্তায় কর্মীদের বসার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপল।
গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সারাদেশে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত পণ্য বিক্রির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জনাব মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,শহিদুল্লাহ তালুকদার(সহ-সভাপতি,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি),এস,এম শামিম কবির(সভাপতি,যুবদল খুলনা জেলা শাখা),নাজমুল হুদা সাগর(সাধারন সম্পাদক,যুবদল খুলনা মহানগর শাখা),ইবাদুল হক রুবায়েদ(সাধারন সম্পাদক,যুবদল খুলনা জেলা শাখা)সহ আরো অনেকে।
Leave a Reply