পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর)// কেশবপুরের বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ে ট্রাস্টের যজ্ঞভূমিতে শণিবার (১২ই মার্চ) থেকে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীৰ্ত্তন। বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ের ভক্তবৃন্দদের সার্বিক পরিচালনায় শ্রী শ্রী মহানাম সংকীৰ্ত্তন শণিবার থেকে শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত ।
আজ ১৩, ১৪ ও ১৫ মার্চ ২০২২ ইং, রবিবার, সোমবার ও মঙ্গলবার হরিনাম সংকীৰ্ত্তন। ১৬ই মার্চ ২০২২ ইং, বুধবার শ্রীশ্রী ঠাকুরের পূজা, দধিভঙ্গ ও ভোগ মহোৎসব।
মহানাম সুধা পরিবেশনায় থাকবেন, খুলনার প্রতিত পাবন সম্প্রদায়, গোপালগঞ্জের সত্য সনাতন সম্প্রদায়, খুলনার কৃষ্ণ গোপাল সম্প্রদায়, খুলনা বটিয়াঘাটার শ্রী অদ্বৈত সম্প্ৰদায়, খুলনার নিত্যানন্দ সম্প্রদার, বালিয়াডাঙ্গা দেবালয়ের বানেশ্বর সম্প্রদায় ।
অধিবাসন পরিচালনায় থাকবেন, শ্রী অপরূপ গৌরকিশোর দাস বাবাজী। বিঃ দ্রঃ চৈত্রের সোমবার থাকছে শিবযজ্ঞ।
Leave a Reply