সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি// লক্ষ্মীপুর পৌরসভাতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে।
গত শুক্রবার রাতে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে মুমূর্ষ অবস্থায় আহত তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, সেলিমের স্ত্রী রেখা বেগম, ইসমাইলের স্ত্রী নার্গিস, শারমিন, সবুজ, রাজু সুমাইয়া।আহতদের স্বজন সবুজ অভিযোগ করে জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ৭৫নং সমসেরাবাদ মৌজার ২৫৯ নং খতিয়ান ভুক্ত ৭৯৩ দাগে মালিকীয় বসত ঘরে রাত যাপন করছে তারা। রাত আনুমানিক ৩ টার দিকে স্থানীয় ৮/১০ জন পুরুষ মহিলা লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে।
স্থানীয়রা জানায়, ফারুক ও আহাদের নেতৃত্বে হামলার ঘটনা ঘটতে পারে। ৭৫নং সমসেরাবাদ মৌজার ২৫৯নং খতিয়ান ভুক্ত সম্পত্তি নিয়ে দুইপক্ষের দীর্ঘদিন বিরোধ চলছে। বিরোধকৃত জমিকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।
রাতের হামলার ঘটনাও থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আহমেদ কাউছার বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি, তবে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।