মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা // নড়াইলের লোহাগড়ার রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরবিন্দ আচার্যের যৌথ কাব্য সংকলন সপ্তর্ষির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ মার্চ শনিবার সকাল ১১ টায় লোহাগড়া রাম নারায়ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক আমিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামিলীগের সভাপতি এ্যাড সুবাস চন্দ্র বোস। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি এ্যাড আব্দুস সালাম খাঁন, লোহাগড়া উপজেলা আওয়ামীলিগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা রাশেদুল বাশার ডলার, এম এ আব্দুল্লাহ, সৈয়দ আকরাম আলী আকিদুল, মহাসিন উদ্দীন, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, অধ্যক্ষ বিশ্বজিৎ চক্রবর্তী, গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক সাংবাদিক শরিফুজ্জামানসহ কবি সাহিত্যক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply