খুলনার খবর // দিন দিন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে তাল গাছ। মানুষের কল্যাণে, বসবাসের চাহিদা পূরণ ছাড়াও বিভিন্ন কারণে আমরা প্রতিনিয়ত পরিবেশের পরম বন্ধু তাল গাছ কেটে ফেলছি। আশার কথা হচ্ছে বর্তমানে এই তাল গাছ রক্ষায় রাস্তাগুলোর দু’পাশ জুড়ে সারি সারি তাল গাছ লাগানো হয়েছে।
তালগাছের সারি, গ্রামীণ সড়কের পাশে রোপন করা সারি সারি তালগাছ শুধু পথিককে ছায়া দেয় না, তালগাছ বজ্রপাত কমায়। বজ্রপাতরোধে তালগাছের জুড়ি নেই। অথচ হরহামেশাই তালগাছ রোপনের পরিবর্তে কাটা হচ্ছে। এতে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। ছবিটি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া-নলদী সড়কের চর বালিদিয়া এলাকা থেকে শনিবার দুপুরে তুলেছেন লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন।
Leave a Reply