স্বাধীন বাংলা কনসার্ট -২০২২ শিরোনামে নগরীর লায়ন্স স্কুল প্রাঙ্গনে ‘টিম প্রহরের’ আয়োজনে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে।
আগামী (২৪ মার্চ) বৃহঃপতিবার খুলনার ইয়াং জেনারেশনকে কাঁপাতে নগরীর লায়ন্স স্কুল মাঠে গান পরিবেশন করতে আসছে বাংলার অন্যতম জনপ্রিয় ব্যান্ড warfaze। বিকাল ৪টা থেকে গেট ওপেন করা হবে।টিকিটের মুল্য নির্ধারন করা হয়েছে ১৯৯ টাকা।
নগরীর বেশ কিছু স্থানে এই টিকিট পাওয়া যাচ্ছে।টিকিট প্রাপ্তির স্থান//
ক্যাফে ডি কুয়েট,ফুলবাড়িগেট
কাপ পিরিচ,খুবি
সী ফুড,৭নং ঘাট
স্যানন রিভারভিউ ক্যাফে,রুপসা
পাস্তা এক্সপ্রেস,রয়েল
Leave a Reply