এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা// দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পদ্মা, মধুমতি, আতাই নদীসহ বিভিন্ন নদী থেকে অবাধে ইলিশের পোনা(জাটকা) নিধন হচ্ছে। পেশাজীবি জেলেরা রাত-দিন মাছ ধরা জালসহ অন্যান্য যন্ত্র ব্যবহার করে জাটকা নিধন করছে। এসব এলাকার পেশাজীবি মাছ ব্যবসায়ীরা নদী কূলে গিয়ে কিনে এনে অবাধে বাজারজাত করছে। এসব এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসন অজ্ঞাত কারণে নিরব দর্শকের ভূমিকায়।
এ অঞ্চলের বিভিন্ন হাট-বাজার পরিদর্শনে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর ও মাগুরা জেলার নদী পাড়ের জেলে ও মাছ শিকারীরা প্রতিনিয়ত নানা যন্ত্র ফেলে পদ্মা ও মধুমতি নদী থেকে অবাধে জাটকা নিধন করছে। পেশাজীবি মাছ বিক্রেতাগণ নদী পাড় থেকে মাছ শিকারীদের কাছ থেকে পাইকারী কিনে এনে গোপালগঞ্জ, মাগুরা, ফরিদপুর, মাগুরা, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে, হাটে-বাজারে খুচরা বিক্রি করছে। মাগুরা জেলার নহাটা, রাজাপুর, মহম্মদপুর, ঝামা, বালিদিয়া হাট পরিদর্শন কালে দেখা যায় জেলেরা ডালা ভরে জাটকা মাছ বিক্রি করছে। রাজাপুরের জাটকা বিক্রেতা মানিকের সাথে কথা হয়।
তিনি এ প্রতিবেদককে জানান, আমরা মধুমতি নদীতে জেলেদের ধরা মাছ কিনে এনে এ সকল হাট-বাজারে বিক্রি করি। সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা জানতে চাইলে তিনি জানান, আমরা প্রতিদিন ছোট ইলিশের পোনা কিনে এনে হাটে-বাজারে বিক্রি করি। কেউ আমাদের কিছু বলেনা। কথা হয় বালিদিয়া হাটে জাটকা বিক্রেতার সাথে। তিনি এ প্রতিবেদককে জানান, আমরা টাকা দিয়ে মাছ কিনে এনে হাটে বিক্রয় করছি। আামাদের এলাকার সবাই দেখে, সবাই কিনে। আপনার মত কেউতো বলেনা ইলিশের পোনা জাটকা বাজারজাত করা আইনতঃ দন্ডনীয় অপরাধ।
মাছ ক্রেতা আমুড়িয়ার বাচ্চু ও বালিদিয়ার মোল্লা মনিরুজ্জামান এর সাথে কথা হয়। তাঁরা এ প্রতিবেদককে জানিয়েছেন, এ অঞ্চলের নদীগুলোতে অবাধে জাটকা নিধন ও হাটে-বাজারে দেদারসে অবাধে জাটকা বিক্রি হচ্ছে। জাটকা ধরা ও বাজারজাত করা আইনত দন্ডণীয় অপরাধ। ঝাটকা শিকারীদের ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করা ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এ অঞ্চলের মৎস্য কর্মকর্তা ও নির্বাহী অফিসারদের দায়িত্ব থাকলেও এ অঞ্চলের উপজেলা ও জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে নিরব দর্শকের ভূমিকায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।