1. info@www.khulnarkhobor.com : admin :
  2. khulnarkhobor24@gmail.com : Khulnar Khobor : Khulnar Khobor
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
★খুলনার খবরে আপনাদের স্বাগতম★এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি★আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।০১৯২৫-৫৩৬৩৪০★আপনাদের কাছে কোন তথ্য থাকলে আমাদের জানাতে পারেন।যোগাযোগের ঠিকানা, ৪৭,আপার যশোর রোড, খুলনা।ই-মেইল: khulnarkhobor24@gmail.com।মোবাঃ ০১৭২১-৪২৮১৩৫, ০১৭১০-২৪০৭৮৫।★আমাদের  প্রতিনিধি হতে চাইলে যোগাযোগ করুন : ০১৯২৫-৫৩৬৩৪০/০১৭১০-২৪০৭৮৫।লুকাস,  ভলভো,  হ্যামকো,  সাইফপাওয়ার ব্যাটারিসহ সকল প্রকার ব্যাটারি পাইকারি ও খুচরা মুল্যে পাওয়া যায়।সকল প্রকার এসি ও সোলার প্যানেল পাওয়া যায়।এম,ইব্রাহিম এন্ড কোং,৪৬ আপার যশোর রোড, খুলনা।মোবাইল: ০১৭১০-২৪০৭৮৫/০১৯৭০-২৪০৭৮৫★রিক্সা ও ভ্যানের ১নং চায়না ব্যাটারির একমাত্র পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান এম,ইব্রাহিম এন্ড সন্স।৪৭,আপার যশোর রোড,(সঙ্গিতার মোড়) খুলনা।মোবাঃ ০১৭১০-২৪০৭৮৫/ ০১৯৭০-২৪০৭৮৫/০১৭২১-৪২৮১৩৫।
খুলনার খবর
ডুমুরিয়ায় বাবার বাড়িতে মেয়ের আত্মহত্যা বিশ্ব পানি দিবস আজ বাধ্যতামূলক হচ্ছে ভূমি বণ্টননামা-ভূমিমন্ত্রী শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে~জেলা প্রশাসক আশ্রায়ন প্রকল্প বিষয়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং বটিয়াঘাটায় সিল পোল্ডার প্রকল্পের মাঠ দিবস সম্পন্ন দাকোপের কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন কেশবপুরের প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ইয়াবাসহ ০৩ মাদককারবারি আটক বাগেরহাটে খানজাহান আলীর বসতভিটা খুঁড়ে পাওয়া নিদর্শন দেখলেন দর্শনার্থীরা বাগেরহাটে সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রশিক্ষণ বিভাগের নবীন বরন মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে খুলনায় ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল সাতক্ষীরা জজ কোর্টে বিশ্রামাগার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি দিঘলিয়ায় প্রধানমন্ত্রী এর উপহার ৪র্থ পর্যায়ে ১১৫টি ঘর পেতে যাচ্ছে ভুমিহীন পরিবার বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১ শেখ হাসিনার রাষ্ট্রে কেউ অনাহারে থাকে না : শাহীন চাকলাদার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত নড়াইলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ডুমুরিয়ায় মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে জগা-খিচুড়ি চুকনগর বদ্ধ ভূমিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

লক্ষ্মীপুরের ইউএনও-এসি ল্যান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩০৬ বার শেয়ার হয়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি// লক্ষ্মীপুর রায়পুর উপজেলার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য মালিকানা ও বিরোধপূর্ণ জায়গা কেনা ও হুমকি দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জায়গার মালিক। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। অভিযোগকারী জাহাঙ্গীর রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ২নং ওয়ার্ড শিবপুর গ্রামের মৃত মোবারক আলী ভূঁইয়ার ছেলে।

লিখিত বক্তব্যে জাহাঙ্গীর বলেন, ‘আমার চাচা বেলাল হোসেন ভূঁইয়ার সঙ্গে ৯৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে আমার। জমিটির দাম প্রায় ৮০আশি লাখ টাকা। অথচ বিরোধীয় এই জমিটি রায়পুর ইউএনও এবং এসি ল্যান্ড সরকারের আশ্রয়ণ প্রকল্পের জন্য কিনতে আমার চাচার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেন। এতে আমার চাচা ওই জায়গা থেকে গাছ কাটার জন্য চেষ্টা করেন। এতে আমি গত ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করি। ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য রায়পুর এসি ল্যান্ড ও থানা পুলিশকে নির্দেশ দেন।’

‘এ ছাড়া আগামী ১৮ মে পর্যন্ত ওই জমিতে কোনো কাজ যেন না করা হয়, তার নিষেধাজ্ঞা দেওয়া হয়। আদালতের আদেশ পেয়ে রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম উভয় পক্ষকে এই বিষয়ে নোটিশ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এদিকে মামলার দিন রায়পুর উপজেলা ভূমি কার্যালয়ে মামলার কাগজপত্র আদালত থেকে পাঠানো হয়। কাগজপত্র পেয়েই এসি ল্যান্ড রাসেল ইকবাল মুঠোফোনে আমার সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি আমাকে ধমক দিয়ে বলেন, “মামলার কাগজে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নেই। মিথ্যা মামলা দিয়ে বেলালকে হয়রানি করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের জন্য জমি কেনার বিষয়ে সব কথাবার্তা শেষ পর্যায়ে। এ জমি নিয়ে কোনোভাবেই আপনি বাধা দেবেন না।”’
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আরও বলেন,‘এ সুযোগে বুধবার (১৬ মার্চ) দুপুরে বিরোধীয় জমি থেকে বেলাল গাছ কাটা শুরু করে। খবর পেয়ে আমি গিয়ে বাধা দিই। এ সময় বেলাল ফোন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সহকারী রাব্বী ও স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসানকে নিয়ে আসেন। তারা এসে আমাকে হুমকি দেন। একপর্যায়ে রাব্বী তার মোবাইলফোন দিয়ে ইউএনও অনজন দাশের সঙ্গে আমার কথা বলিয়ে দেন। তখন ইউএনও হুমকি দিয়ে বলেন, “গাছ কাটতে বাধা দিয়েছেন কেন?” এতে আমি আদালতের নির্দেশনার কথা জানালে ইউএনও বলেন, “জমিটি আমরা ক্রয় করেছি। জমি দখলে যাওয়ার পর টাকা লেনদেন করব। যদি বাধা দেন তাহলে আপনাকে (জাহাঙ্গীর) গ্রেফতার করানো হবে। আপনার বিভিন্ন ধরনের বিপদ হবে। বাড়িছাড়া হতে হবে।”’
পরে জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে ইউএনও জোরপূর্বক জমিটি আমার চাচাকে দখল করে দেওয়ার জন্য পাঁয়তারা করছেন। আমাকে তিনি বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। পরিবার নিয়ে এখন আমার আতঙ্কে দিন কাটছে। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল ঢাকা পোস্টকে বলেন, জমিটি নিষ্কণ্টক। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য আমরা জমিটি কিনব। সব কথাবার্তা সম্পন্ন হয়েছে। মামলা নিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছি। আশা করি দ্রুত এটি নিষ্পত্তি হবে। কিন্তু জাহাঙ্গীর জমি নিয়ে ঝামেলা সৃষ্টি করছেন। আর তাকে আমি কোনো হুমকি দিইনি। তার সঙ্গে আমার কোনো কথাও হয়নি।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি আমাকে জানানো হয়নি। গাছ কাটায় সমস্যা সৃষ্টি হলে নিষেধাজ্ঞার বিষয়টি জানতে পারি। জাহাঙ্গীরকে কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। তাকে হুমকি দেওয়ার অভিযোগটি সত্য নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2022 KhulnarKhobor.com জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত। নিবন্ধন নাম্বার:...।মেইল: khulnarkhobor24@gmail.com।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।