পরেশ দেবনাথ, কেশবপুর যশোর // কেশবপুরের বুড়ুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিমূল কুমার আইচ (৪০) বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার তাকে ভেরচী নিমতলা মহাশ্মশানে দাহ্ করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র(আট মাস), পিতা, মাতা ও বহু ছাত্র-ছাত্রী রেখে গেছেন। শিক্ষক শিমূল কুমার আইচ ভেরচী গ্রামের দীনবন্দু আইচ’র ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার ভাই শ্যামল কুমার আইচ জানান, পারিবারিক কলহের কারণে বৃহস্পতিবার বিকালে বিষপান করেছে জানতে পারলে তাকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়। তার এই অকাল মৃত্যুতে কেশবপুর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শোক জানাতে ভেরচী নিমতলা মহাশ্মশানে ছুটে আসেন। ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মহাদেব পাল, সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সরকার বলেন, যোগ্যানুষ্ঠান চলাকালীন সময়ে ২৪ বছরের মধ্যে এখানে তিনজনের দাহ করা হলো।
Leave a Reply