প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের ৭ নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের বাশুয়াড়ী খানজাহান আলী দিঘির পাড়ে শত শত বছরের ঐতিহ্য খানজাহান আলম ( রাঃ)এর স্বরণে চৈত্র মেলা পরিচালনার জন্য প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ হয়েছে । খোজ নিয়ে ও মেলার মাঠ পরিদর্শনে দেখাগেছে ৫/৭ দিন ধরে আগত শতাধিক দোকান দার তাদের দোকানের ছাউনির কাজ শেষ করে ছিলো,১৭ মার্চ বৃহষ্পতি বার মেলার আনুষ্ঠানিক যাত্রার কথাছিলো।মেলা কমিটির সভাপতি শেখ ইদ্রিস আলি জানিয়েছেন অনেক চেষ্টাকরে ও খানজাহান আলীর দিঘির পাড়ের মেলা পরিচালনার জন্য সরকার অনুমতি না দেওয়ায় মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।দুরদূরান্ত থেকে আগত দোকানিরা মেলায় এসে ক্ষতি গ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন মেলায় আগত ক্ষুদ্র ব্যবসায়ীরা।
Leave a Reply