পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর // বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)কেশবপুর, যশোর আয়োজিত কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে শণিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বসন্তকালীন কবিতা-সন্ধ্যা ও গুণিজন সম্মাননা আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘মাতো প্রাণ প্রাণে, বসন্ত বাতাসে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি-এর সভাপতিত্বে ‘জাতীয় কবি নজরুল সম্মাননা পদক-২০২২’ পেলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খ্যাতিমান কথাসাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন, জনপ্রতিনিধিত্বে অবদান রাখায় কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কাব্য সাহিত্যে অবদান রাখায় মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ, চিকিৎসক সেবায় অবদান রাখায় গাজী মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখায় কবি বেনজীন খান, একাধিক গ্রন্থের প্রনেতা কলামিস্ট সামসুজ্জামান, স্বর্ণপদকপ্রাপ্ত কেশবপুরের জৈষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুরের বিশিষ্ট সাংবাদিক হাজী রুহুল কুদ্দুস, গোলাম মোস্তফা সিন্দাইনী। সভাপতি ও প্রধান অতিথি পদকপ্রাপ্ত গুণীজনদের ফুল, পদক, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেছেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ, কবি ও গবেষক ইব্রাহিম রেজা, কবি ও শিক্ষক আবু হাসান সরদার, কবি মকবুল মাহফুজ, কবি প্রনব মণ্ডল মানব, কবি নয়ন বিশ্বাস, কবি অর্পিতা মজুমদার, কবি কানাইলাল ভট্টাচার্য, কবি নজরুল ইসলাম খান, কবি মাসুদা পারভীন বিউটি, কবি রিয়াজ লিটন, কবি আদি সানাম, কবি প্রসেনজিত তনু, কবি এম জি মহসিন, কবি মুনছুর আজাদ, কবি মাহামুদুল হাসান, কবি গোলাম রাব্বানী, কবি দীপক বসু, কবি মামুন আজাদ, কবি কামরুজ্জামান, কবি শাহিদুর রহমান, কবি বাশার মাহফুজ, কবি তৃষা চামেলী, কবি আমিনুর রহমান বুলবুল, কবি সালমা ইসলাম, কবি ইমদাদুল হক ইমদাদ, কবি ও সাংবাদিক আবু হুরায়রা রাসেল, কবি ও সাংবাদিক কামরুজ্জামান রাজু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ-জামান খান, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ ও বেনজীন খান।
মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ সক্রেটিসের সাথে ও আবুু হাসানের থাইল্যান্ড থেজে ফিরে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি কবি, কলামিস্ট ও গুণিজনদের মিলনমেলায় পরিনত হয়।
Leave a Reply