খুলনার খবর // নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলমের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এলাকার সচেতন জনগণের ব্যানারে বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,হবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মোল্যা, ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মিলন মোল্যা, তুষার মোল্যা, জেলা স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমকে সাগরসহসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, নড়াইলের সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম দুর্নীতি ও অনিয়ম করে নিজের পরিবারের তিন সদস্যকে বিদ্যালয়ে নিয়োগের পায়তারা করছেন।বিদ্যালয় উন্নয়নের নামেও দুর্নীতি করেছেন। বিদ্যালয়ে লাইব্রেরিয়ান, দপ্তরী ও নৈশপ্রহরী নিয়োগ দিচ্ছেন।
আয়া পদে স্ত্রী নাদিরা সুলতানা মিরাকে, পরিচ্ছন্নকর্মী পদে বড় ভাইয়ের ছেলে রাসেল মোল্যাকে এবং অফিস সহায়ক পদে ভাইপো সালমান মোল্যাকে নিয়োগের অপচেষ্টা চালাচ্ছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাকে হেয় করার জন্য প্রতিপক্ষের লোকজন মিথ্যা কথা রটাচ্ছে। বিদ্যালয়ের জনবল কাঠামো নিয়োগের বিধি অনুযায়ী অফিস সহায়ক, পরিচ্ছন্নকর্মী ও আয়া পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। কোন নিয়োগে অনৈতিক হস্তক্ষেপ করিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।