মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি // আজ মঙ্গলবার সকাল দশটায় আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণ কমিটি বটিয়াঘাটা শাখায় অনিমেশ ভক্ত পল্লী সঞ্চয় ব্যাংক বটিয়াঘাটা সাখায় জুনিয়র অফিসার( ফিল্ড)যোগদান এর পর থেকে সততা ও শ্রম দক্ষতায় এলাকায় সততা উন্নয়ন ও মানুষের সাথে দক্ষ ভাবে কাজ করায় তাকে এই সম্ভাবনা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সহকারি অনিমেশ ভক্ত তার হাতে সম্মাননা তুলে দেন বটিয়াঘটা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেবু ঠিকাদার।এসময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণ কমিশনের বটিয়াঘাটা সাখার সাধারণ সম্পাদক সর্দার হাফিজুর রহমান মোঃ মোস্তাফিজুর রহমান কম্পিউটার অপারেটর মোঃ কামাল হোসেন ক্যাশ সহকারি হোসেন মন্ডল মাঠ পুস্পেন মন্ডল সহকারি প্রণব মন্ডল মাঠ সহকারি ইন্দ্রজিৎ মন্ডল মাঠ সহকারি পরাগ মাঠ পিয়াল রায় বাবলী মন্ডল।
Leave a Reply